গাংনীতে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ

গাংনী অফিস:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সার্বিক তত্ত্বাবধানে মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কৃষক লীগ। গতকাল শুক্রবার বিকেলে ধানখোলা ‘খ’ শাখা ইউনিয়নের সাংগঠনিক ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে জুগিন্দা কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব উল আলম শান্তি, সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আলমাস হোসেন, ধানখোলা ‘খ’ শাখা ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক ফরিদ আলী, যুগ্ম আহ্বায়ক সুকুর আলী, ৪ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি কাজল হোসেন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।