গাংনী অফিস:
লকডাউনের নির্দেশনা বাস্তবায়নের দ্বিতীয় দিন গাংনী উপজেলায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। গাংনী শহরে পৌর মেয়র আহম্মেদ আলীর নেতৃত্বে স্বেচ্ছাসেবকদের অবস্থান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনছার সদস্যদের নিয়ে এ উপজেলার বিভিন্ন প্রান্তে মহড়া দিয়েছেন। মহড়াকালে সড়কগুলো ছিল প্রায়ই ফাঁকা। যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে জেরার মুখে।
তবে আশার কথা হচ্ছে বেশিরভাগ মানুষ মাস্ক ব্যবহার করছেন বলে জানিয়েছেনে অভিযানের সদস্যরা। বামন্দী পশু হাট বন্ধ। তবে হাটের অন্যান্য বিষয়ে ইজারাদারকে নির্দেশনা বাস্তবায়নে কঠোর নির্দেশ দিলেন ইউএনও। বামন্দী হাটের সবজি ব্যাপারী ও ক্রেতাদের সচেতন করা হচ্ছে। বামন্দী বাজার বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অবস্থান। বামন্দী বাজার বাসস্ট্যান্ডে সেনবাহিনীর অবস্থান। বাজার সড়ক দিয়ে ইউএনও’র মহড়ার যানগুলো গাংনীর দিকে। লকডাউন পরিস্থিতি নিয়ে বামন্দী বাসস্ট্যান্ডে সাংবাদিকদের বিফ্রিং করছেন ইউএনও ও উপজেলা চেয়ারম্যান।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত