
সমীকরণ প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুরে তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সব তামাক পুড়ে ছাঁই হয়েছে। গতকাল সোমবার সকালে মহাম্মদপুর গ্রামের কৃষক হাউস আলীর তামাক ঘরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, সকালে তামাকে জ্বাল দিচ্ছিলেন হাউস আলী। এসময় হঠাৎ তামাক ঘরের মধ্যে আগুন লেগে যায়। ঘরের পাইপ লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানান হাউস আলী। আগুনে ঘরের পুরো তামাক পুড়ে ছাঁই হয়ে গেছে।