চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দর্শনায় পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক:
দর্শনা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দর্শনায় অভিযান চালিয়ে গাঁজা-ইয়াবাসহ তাঁদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- দর্শনার দোস্ত গ্রামের মসজিদপাড়ার মৃত আবুল মোল্লার ছেলে মহর আলী মোল্লা (৫০), মল্লিকপাড়ার মৃত দাউদ বিশ্বাসের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং হল্ট চাঁদপুরের গফফার শেখের স্ত্রী জাহেদা বেগম ওরফে ছোট (৪৫)। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ফোর্স নিয়ে মোস্ত গ্রামের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে মহর আলী মোল্লাকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহর আলী মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করেন।
এদিকে, গতকাল সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম দোস্ত গ্রামের জোহরা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন।
অপর দিকে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই অভিযানিক টিম দর্শনার হল্ট চাঁদপুর গ্রামের জাহেদা বেগম ওরফে ছোটর বাড়িতে অভিযান চালায়। এ সময় ২ শ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাহেদা বেগমকে ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
