গাঁজাসহ আটক মাদকসেবীর কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শরিফুল হক ডালিম নামের এক মাদকসেবীর কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ তাঁকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত ডালিম (৪২) চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি কাজীপাড়ার মৃত লালন মণ্ডলের ছেলে। সাজাপ্রাপ্ত ডালিম একজন মাদকসেবী বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়।
জানা গেছে, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নের্তৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপপরিদর্শক আববর হোসেন ফোর্স নিয়ে হানুরবাড়াদি গ্রামে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় হানুরবাড়াদি হক সাহেবের পুকুরের সামনে থেকে ১৫ গ্রাম গাঁজাসহ শরিফুল হক ডালিমকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডালিমকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত শরিফুল হক ডালিম একজন মাদকসেবী। গতকালই ডলিমকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।