মুজিবনগরে যুব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মুজিবনগর অফিস:
মুজিবনগরে রামনগর ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রামনগর খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় রামনগর একাদশ ট্রাইব্রেকারে ৫-৪ গোলে নাজিরাকোনা একাদশকে পরাজিত করে জয়লাভ করে। টুর্নামেন্ট সভাপতি মোনাজাত মোল্লার সভাপতিত্বে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম মোল্লা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দল রামনগর একাদশকে প্রথম পুরষ্কার হিসেবে একটা গরু এবং নাজিরাকোনা একাদশকে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ছাগল প্রদান করে। খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রামনগর একাদশের গোলরক্ষক সোহান এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন তাইবুর। পুরষ্কার বিতরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, মোনাখালী ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান, কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুব উদ্দিন মল্লিক, টুর্নামেন্টের সহসভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক কৌশিকুল ইসলাম রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন প্রমুখ। খেলাটিতে রেফারি ছিলেন সোহেল ও সহযোগী ছিলেন মাহবুব ও আশিক। খেলাটিতে ধারাভাষ্য দেন শামীম শিশির।
