-এম এ মামুন
করলে দাবি গুলি খাবি
আন্দোলনে গেলে,
যাসনে তোরা ন্যায়ের জন্য
মরবি দলে দলে।
তোদের ঘামে এই স্বদেশে
হচ্ছে-রে উন্নয়ন,
তোদের ঘামের মূল্য পাবি
ঝরবে-রে জীবন।
ন্যায্য দাবির জন্য শ্রমিক
আন্দোলনে গেলে,
ধনীর স্বার্থে ছুড়বে বুলেট
তোমার পুলিশ ছেলে?
আমার সোনার দেশে-রে ভাই
অনেক কিছুই হয়,
ধনী লোকের চাঁদের উঁকি
গরীব জীবন দেয়।
খবর: (চট্টগ্রামের বাঁশখালিতে পুলিশের গুলি ও সংঘর্ষে ৫ শ্রমিক নিহত)

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।