‘গণতন্ত্র পুনরুদ্ধার’ ও ১০ দফা দাবিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিএনপির পদযাত্রা

সমীকরণ প্রতিবেদন:
বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, নেতা-কর্মীদের দমন-নিপীড়ন বন্ধ, গণবিরোধী সরকারের পদত্যাগ, বর্তমান সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে বিএনপি ও তার অঙ্গসংগঠন চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার পৃথক আয়োজনে এ কর্মসূচি পালন করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা:
বেগম খালেদা জিয়ার মুক্তি, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ সরকারের পদত্যাগের দাবিতে চুয়াডাঙ্গায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহরতলীর ভিমরুল্লা এলাকা থেকে সার্কিট হাউজ পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। পরে সার্কিট হাউজ সংলগ্ন মাঠে পথসভা করেন নেতৃবৃন্দ। জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
তিনি বলেন, ‘আজ জনজীবনে নাভিশ্বাস উঠেছে। টিসিবির ট্রাকে চাল কিনতেও মানুষকে যুদ্ধ করতে হচ্ছে, তাও সবাই পাচ্ছে না। নিজেদের ব্যর্থতা আড়াল ও জনগণকে বিভ্রান্ত করতে বর্তমান সরকার নানা অজুহাত দেখাচ্ছে। অজুহাত দেখিয়ে গণবিচ্ছিন্ন সরকার পার পাবে না। দেশ ও জনগণের বেহাল দশার জন্য আওয়ামী সরকার দ্বায়ী। জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগের মন্ত্রীরা বেগম খালেদা জিয়ার মুক্তি, রাজনীতি, নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী কথাবার্তা বলছে।’ এসময় তিনি কঠোর হুঁশিয়ারী দিয়ে বলেন, এ দেশে নির্দলীয় সরকার ছাড়া আগামী সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।
জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ‘সারা দেশে বিএনপির আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে জনগণ আজ নির্যাতিত। আমাদের তথা জনগণের দাবি অত্যন্ত স্পষ্ট। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সাজা বাতিল এবং একদলীয় সংসদ বাতিল ও সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়া কোনো কিছু গ্রহণযোগ্য হবে না।’
এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, মহিলা দলের সভানেত্রী রউফ নাহার রিনা, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, দর্শনা পৌর বিএনপির সমন্বয়কারী হাবিবুর রহমান বুলেট, রাফাতুল্লাহ মহলদার, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজাহানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের নেতৃবৃন্দ।
মেহেরপুর:
গ্যাস, বিদ্যুৎ, চাল-ডাল, আটা চিনিসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, বেগম খালেদা জিয়াসহ কারাবন্দীদের মুক্তি ও ১০ দফা দাবি আদায়ে দেশব্যাপী বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পদযাত্রাটি নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে বয়েজ স্কুল মাঠে শেষ হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মুরাদ আলীসহ গাংনীর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পদযাত্রা কর্মসূচির শুরুতে মাসুদ অরুন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে দেশের কর্তৃত্ব জনতার হাতে ফিরিয়ে দিতে হবে।’

 

ঝিনাইদহ:
বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দি নেতা-কর্মীকে মুক্তি, বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে ঝিনাইদহে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। এতে জেলা ও ৬ উপজেলার নেতা-কর্র্মীরা অংশ নেয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাস টার্মিনাল হয়ে আরাপপুর গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএ মজিদসহ সহযোগী সংগঠনের নেতা-কর্র্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, এই ভোট চোর অবৈধ আওয়ামী লীগ সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করেছে। শুধুমাত্র কমিয়েছে মানুষের জীবনের মূল্য। তাই আগামী দিনে বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীকে মুক্তি ও ১০ দফা দাবি বাস্তবায়নে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান। বক্তারা দৈনিক দিনকাল পত্রিকা বন্ধের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভোট চোর আর ব্যাংক ডাকাতদের প্রতিহত করতে বিএনপি ও দেশবাসী প্রস্তুত রয়েছে।