– এম এ মামুন
পারছে যে যা খাচ্ছে লুটে
দেশটা লুটের মাল,
জানি নাকো আর কি হবে
আসছে চল্লিশ সাল।
চারিদিকে লুটের থাবায়
হচ্ছে সবিই লুট,
বললে পরে অমনি ধরে
করে দেবে শুট।
ই’কমার্স আর বাংক তারল্য
কৌশলে হয় লুট,
হাতিয়ে নিতে সকল খাতে
বুদ্ধিটা বেশ কূট।
প্রকল্প আর উন্নয়নেই
হচ্ছে টাকা মিসিং,
এসব কথা বললে কর্তা
খেলেন ইচিং বিচিং।
খবর: (লুটপাটে চতুর্মুখী থাবা ই-কর্মাসে, ১৩ শ কোটি টাকা পাচার)
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।