– এম এ মামুন
পারছে যে যা খাচ্ছে লুটে
দেশটা লুটের মাল,
জানি নাকো আর কি হবে
আসছে চল্লিশ সাল।
চারিদিকে লুটের থাবায়
হচ্ছে সবিই লুট,
বললে পরে অমনি ধরে
করে দেবে শুট।
ই’কমার্স আর বাংক তারল্য
কৌশলে হয় লুট,
হাতিয়ে নিতে সকল খাতে
বুদ্ধিটা বেশ কূট।
প্রকল্প আর উন্নয়নেই
হচ্ছে টাকা মিসিং,
এসব কথা বললে কর্তা
খেলেন ইচিং বিচিং।
খবর: (লুটপাটে চতুর্মুখী থাবা ই-কর্মাসে, ১৩ শ কোটি টাকা পাচার)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।