খেকশিয়ালে বলে
– এম এ মামুন
চালের বাজার বাড়ুক হাজার
কার কি এসে যায়,
আমরা কিনি কি করে যে
সরু চাল খায়।
তেল সাবানসহ সকল পণ্যের
লাগামছাড়া বৃদ্ধি,
এর বিরুদ্ধে কেউ বলে না
নেইকি কারো সাদ্দি।
আর কি খাবি মাছ-মাংস
মূল্য বিশাল হাই,
সুখেই আছি শাক-বাতাড়ে
এমন দেশটি নাই।
তাই বলেকি বলব অভাব
মানসে কি যে বলে,
রাত পোহালেই কাঁথা শেলাব
খেকশিয়ালে বলে।
খবর: (দর্শনা বন্দর দিয়ে চাল আসছে, কোনো প্রভাব পড়েনি বাজারে)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।