খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপলোড টাইম : ০৯:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৪০৯ বার পড়া হয়েছে
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের ১৬টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে ৪৭তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার নবগঠিত গড়াইটুপি ইউপির খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল ৯টার সময় তিতুদহ ও মোহাম্মদ জোমা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। ১৬টি দলের মধ্যে ৮টি খেলা গতকাল শেষ হয়েছে। তার মধ্যে তিতুদহ, হিজলগাড়ী, শ্রীকোল, বোয়ালিয়া ও সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী এবং বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসা, আবুল হোসেন দাখিল মাদ্রাসা, কুতুবপুর ও মোহাম্মদ জোমা মাধ্যমিক বিদ্যালয় পরাজিত হয়। খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোশারফ হোসন ও হারুন অর রশিদের সার্বিক সহযোগিতায় খেলার আহবায়ের ভূমিকা পালন করেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। খেলা পরিচালনায় ছিলেন সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খায়রুল ইসলাম ও হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আহসান হাবীব, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শাহ্ আলম। আজ বাকি ৪ দলের ১ম পর্বের খেলা সকাল ৯টা থেকে শুরু হবে। আগামী বৃহস্পতিবার এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।