খাড়াগোদায় আন্তঃস্কুল গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত

আকিমুল ইসলাম : চুয়াডাঙ্গা সদর উপজেলার ২০ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা নিয়ে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট তিতুদহের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে।  খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও বিদ্যালয়ের ম্যনিজিং কমিটির সভাপতি আব্দুল মতিন খোকন সার্বিক সহযোগিতায় তৃতীয় দিনের খেলাটি অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় বনাম সরোজগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যে খেলাটি স্থগিত ছিল তা গতকাল চুয়াডাঙ্গা পুরাতন স্টিডিয়ামে সংঘটিত হয় সরোজগঞ্জ কে হারিয়ে সেমিফাইনালে ওঠে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় পরে আবার একইদিনে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে পূর্ব ফইনালে ওঠে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়।  বর্তমানে তিনটি দল সবার পুর্ব ফাইনালে  আছে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়, আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা বিদ্যালয়ের মধ্যে আছে ডিঙ্গেদহ বালিকা মাধ্যমিক বিদ্যালয়।  আজ থেকে খেলা চুয়াডাঙ্গা স্টিডিয়ামে হবে বলে জানায় খাড়াগোদা মাধ্যমিক বদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।