খাসকররা রতিয়রবালার ঘর পোড়ানো ও হত্যা মামলার আসামি আটক

আলমডাঙ্গা অফিস: গতকাল আলমডাঙ্গা থানার খাসকররা ইউনিয়নের ৬টি ঘর পোড়ানো ও ১টি হত্যা মামলার আসামি শন্তিকে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা আটক করে। জানা যায়, প্রায়৩ মাস আগে আলমডাঙ্গা উপজেলার খাসকররাই উনিয়নে ক্লিনিক ব্যবসায়ি নজরুলকে হত্যার ঘটনার পরপরই অত্র ইউনিয়নের চেয়ারম্যানসহ শতাধিক লোকজন লাঠি শোঠা নিয়ে তিয়র বিলা বাজারে প্রায় ২০/৩০টি দোকান পাট আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এতে প্রত্যেকটি পরিবার ইসর্ব শান্ত হয়ে গেছে। প্রায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়। উক্ত ঘর পোড়া মামলার আসামিও একটি হত্যা মামলার আসামি খাসকররা রইয়ামিন ওরফে ইয়ানুরের ছেলে শান্তি (২৮) কে খাসকররা ফাড়ি ইনচার্জ এসআই মহাব্বত সঙ্গীয় ফোর্সসহ আটক করে। গতকাল সকালে তাকে চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য উক্ত মামলায় প্রায় শতাধিক আসামি পলাতক আছে।