চুয়াডাঙ্গা রবিবার , ২৪ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ সবখবর

খাবার ভেবে শিশুর বিষপান!

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ২৪, ২০২২ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গায় খাবার ভেবে আল-আমিন (৮) নামের এক শিশু ইদুর মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ইদুর মারা বিষ পানকারী শিশু গাইদঘাট গ্রামের মিলন ম-লের ছেলে ও গাইদঘাট প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

        আল-আমিনের পিতা মিলন বলেন, ‘বাড়িতে ইদুরের উপদ্রব্য বৃদ্ধি পাওয়ায় কয়েকদিন পূর্বেই ইদুর মারা বিষ কিনে এনেছিলাম। বিকেলে বাড়িতে খেলা করার সময় খাবার ভেবে আল আমিন সেই ইদুর মারা বিষ খেয়ে ফেলে। এসময় আমি তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার ওকে চিকিৎসা দিয়ে ভর্তি রেখেছে।

        চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহসিন সাদিয়া বলেন, ‘বিকেল পাঁচটার দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে জরুরি বিভাগে নিয়ে আসে। শিশুটি ভুল করে র‌্যাট কিলার (ইদুর মারা বিষ) খেয়েছে বলে জানতে পারি। জরুরি বিভাগ থেকে শিশুটিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।