খাড়াগোদা প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে তেঘরী একাদশ চ্যাম্পিয়ন

প্রতিবেদক, তিতুদহ:
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ স্লোগানে খাড়াগোদা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ দলের রাত্রীকালীন সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বলদিয়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তেঘরী একাদশ। গতকাল শনিবার বিকেলে খাড়াগোদা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে বলদিয়া ১৬টি চার সীমানার বাইরের পাঠাতে পারলেও খুব সহজে তেঘরী একাদশ ২০টি চার বাউন্ডারিতে পৌঁছিয়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হাফিজুর রহমান। তিনি বলেন, খেলাধুলার মধ্যে থাকলে মানুষের মন উৎফুল্ল থাকে। এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই সবাইকে ক্রীড়ার সাথে সম্পৃক্ত থাকতে হবে। সুজন রেজার পরিচালনায় ও মাসুম হোসেনের সহোযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর থানা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডা. নুরুল ইসলাম। খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার আকিবসহ অনুষ্ঠানে আগত অতিথিরা।