প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারে মারুফ হোসেন (১৮) নামের সহকারী রঙমিস্ত্রী বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার বিকেলে গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদের বাড়িতে রঙের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত মারুফ একই ইউনিয়নের জামালপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত মারুফের শারীরিক অবস্থা বেশ উন্নতি হয়েছে বলে জানা যায়।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।