খবর: (১০ টাকা কেজির চাল নিয়ে ঝিনাইদহের গান্নায় ওজনে কম প্রতিবাদ করায় থাপ্পড়ে চোখ হারলো নাইটগার্ড )

দশ টাকা শের চাল,
তার সাথে ঢের গাল,
বেশী কথা বললে পরে,
উড়বেরে তোর চুয়াল।

পচা হোক গন্ধ হোক,
নেবে এটা গরিব লোক।
ওজনে কম হবেইতোরে,
দোষ করি না নেতার তরে।

চোখ গিয়ে বেচেই গেলি,
নতুন করে জীবন পালি
আবার যদি বলিশ কথা,
দেখবি নেইকো ঘাড়ে মাথা।

– এম এ মামুন