খবর:( হামলা বন্ধে ভয় দেখাতে বিপত্তি অস্ত্র ও গুলি উদ্ধার )

হামলাকারীর ভয় দেখাতে
নিজেই গ্যাড়াকলে।
আম জনতার ধাওয়া খেয়ে,
পড়লি ডোবার জলে।

লুকিয়ে না হয় বাঁচলো ধোলাই,
অস্ত্র গুলির জ্বরে।
হতে যেয়ে বীর পালোয়ান,
এখন শ্রীঘরে।

আইন ভেঙে নিজের হাতে,
তুলে নিলে আইন।
সারা জীবন কাঁদতে হবে,
হবে বিচার ফাইন।