খবর: (হাতিভাঙ্গা-ছাতিয়ানতলা এলাকাবাসীর দুঃখ ৫ কিলোমিটার রাস্তা )
নির্বাচনের সময় এলে
বাড়ী বাড়ী ঢুঁ
ভোটের জন্য আর্তি করে
মাথায় দেয় ফুঁ
ভোটের মাঠে জনগণের
দেয় যে প্রতিশ্রুতি
একটি ভোটের আশায় ঘুরে
সে যে দিনে রাতি
রাস্তা হবে ব্রিজ হবে
ঘুঁচবে সমস্যা
নেতা আসে নেতা যায়
থাকে দুর্দশা
এম এ মামুন