জালের জলে হাবুডুবু,
গুগলি খেলা চলে।
সাব রেজিস্ট্রার জেল হাজতে,
ভাসলো চোখের জলে।
সরকারী ধন পরের নামে,
ব্যবসা ছিল ভালো।
উচ্চ শিক্ষার মানুষ হলেও,
নেইতো জ্ঞানের আলো।
শিক্ষা নিলেই মানুষ ভালো,
জায়না বলা তারে।
ভদ্রবেশী জালিয়াতদের,
পাঠাও জমের ঘরে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।