খবর: ( সরকারী কাজে বাধা ও জালিয়াতির অভিযোগে মেহেরপুরের সাবেক দুই সাবরেস্ট্রিার জেলে )

জালের জলে হাবুডুবু,
গুগলি খেলা চলে।
সাব রেজিস্ট্রার জেল হাজতে,
ভাসলো চোখের জলে।

সরকারী ধন পরের নামে,
ব্যবসা ছিল ভালো।
উচ্চ শিক্ষার মানুষ হলেও,
নেইতো জ্ঞানের আলো।

শিক্ষা নিলেই মানুষ ভালো,
জায়না বলা তারে।
ভদ্রবেশী জালিয়াতদের,
পাঠাও জমের ঘরে।