খবর:( শৈলকুপায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম মামলা যুবলীগের সভাপতি ও সম্পাদক বহিস্কার )

আনলো যারা স্বাধীন স্বদেশ
তাদের কর বধ।
তোমরা হলে আসল বেকুব,
গাঁটছড়া সব বদ।

সভাপতি হয়ে দলের,
ভাবছো সেনাপতি।
মুক্তি সেনার রক্ত ঝরাও
করছো বড়ই ক্ষতি।

সূর্য্য সেনার এই অপমান,
সহ্য করা যায়না।
হামলাকারী দুই শয়তান,
একাত্তরের হায়না।

– এম এ মামুন