বিদেশ যেতে দালাল থেকে,
না হলে সাবধান।
জাল ভিসায় বিদেশ পাড়ি,
কষ্টে যাবে প্রাণ।
বিদেশ নাইরে স্বদেশ থেকে,
শিখবো কারিগরী।
মেধার গুনে ধ্যানে শ্রমে,
গড়ব জীবন তরী।
বিদেশ গেলে নিয়ম মেনে,
কিনবো সঠিক ভিসা।
যোগ্য শিক্ষায় বিদেশ যাব,
থাকবে বাঁচার আশা।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।