
যেমন পিতা তেমন ছেলে,
নেইকো ভালোর তল।
টাকার নেশায় সব করে খায়,
গেলে নেশার জল।
ধাপ্পা মেরে অকাম করে,
এটাই ওদের নেশা।
নারীর দেহে ব্যবসা খোঁজে,
এটাই যে, তার পেশা।
ছিঃ ছিঃ করে সচেতনে,
নোংরায় বলে ভালো।
শুকুর আলীর নেইকো শুক্কুর,
চলছে এলো মোলো।
– এম এ মামুন