হায়রে পুত্র বধু,
খায়াও কারে মধু।
কিশের নেশায় পড়ে,
মারলি শ্বশুরটারে।
ঔষধ বলে দিলি তুলে,
বিশের বোতল খানি।
জনরোষে পড়লি শেষে,
খালি পিটুনী।
তোদের মত পুত্র বধু,
থাকলে ঘরে ঘরে।
মরবে শ্বশুর রাতে দিনে,
বলছে আপন পরে।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।