মৎস্য রেনুর উৎপাদনে,
আটাস বছর বন্ধ কাজ।
বেতন বোনাস নিচ্ছে সবি,
কর্তাবাবুর নেইতো লাজ।
তদারকি করেন যারা,
তারাও বুঝি ঘুমিয়ে থাকে।
মাছের পোনা সাদা সোনা,
পায়না কৃষক জলের বাকে।
কৃষক খোঁজে রেনুর বাটি,
ফুটবে পুকুর জলে।
তা ধিনা ধিন নাচেন কর্তা,
আসল কর্ম ফেলে।
– এম এ মামুন