খবর : (মেহেরপুরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু)

কসাইপনা আর কত কাল,
রোগীর ভাবো কুকুর শিয়াল!
টাকার নেশায় মত্ত থাকো,
অবৈধ সব কামায় হাকো।

মানব সেবার শপথ নিয়ে
চিকিৎসকের নিয়োগ পেয়ে
করছো সেবায় বানিজ্য!
এটাই বড় অন্যায্য।

করবো তোমার বাংলা বিচার,
রোগীর প্রতি ক্যান অনাচার?
নামছি সবাই আন্দোলনে,
বিচার করবে জনগনে।

– এম এ মামুন