কোন সমাজে বাস করি।
বলতে লজ্জায় মরি।
বখাটে ছেলেদের উৎপাতে
লাঞ্চিত নারী ফুটপাতে।
বখাটেদের সমাজে ভাই
মা-বোনেরা নিরাপদ নয়।
মেয়ের ইভটিজিঙয়ের প্রতিবাদে
মার খাচ্ছে বাবা পথেঘাটে।
নৈতিক অবক্ষয় বাড়ছে দিনে,
বখাটে মারতে হবে চিনে।
সব বাবারই বাচঁবে প্রাণ
নিরাপদ হবে মা-বোন।
– হুসাইন মালিক
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।