মৃত্যু মানে শোকের বার্তা
মৃত্যু কথা সত্যি।
এমন কিছু মৃত্যু হলে,
অনেকে পায় স্বস্তি।
বোমা বানায় সাহারুলে
মৃত্যু হলো তারই জালে।
এমন খবর বেশ তো জবর,
সাহারুলে নষ্ট শহর।
দেখরে বাবা কেমন সাজা,
নিজের বোমায় ভাঙলো মাজা।
তুললো পটল শেষে,
সবাই স্বস্তি পেলো অবশেষে।
-এম এ মামুন