খোদা তুমি নিরব কেন,
মিয়ানমারে গজব দাও।
অত্যাচারীর ধ্বংস কর,
মাথার উপর বজ্্র দাও।
মারছে মানুষ পুড়ছে ঘর,
মসজিদ আর দোকান পাট।
সুচির মাথায় পড়–ক বজ্র,
যারা আছে বড় লাট।
শান্তি আনো আরাকানে,
বাঁচাও যত রোহিঙ্গা।
মিয়ানমারে বুদ্ধিস,বুদ্ধিসে ,
দাও বাধিয়ে দাঙ্গা।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।