খবর: ( মির্জাপুর দেওহাটায় যানজটে অসুস্থ গরুর মৃত্যু শোকে প্রাণ গেল মালিকেরও )

সাইফুল মিয়ার স্বপ্ন ছিল,
লাল গরুটার নিয়ে।
অনেক টাকায় বেঁচবে তাকে,
ঢাকার হাটে গিয়ে।

লাল গরুটা শেরা গরু,
দেখতে ছিল দারুন ।
দাম দিয়েছিল লক্ষ টাকা,
ঢাকার মিয়া হারুন।

সেই লালুটা যানজটে তার,
হারিয়ে গেল প্রাণ।
লালুর শোকে সাইফুল মিয়ারও,
বেরিয়ে গেল জান।

– এম এ মামুন