ঘুষ বাণিজ্য বিদ্যালয়ে,
করেন পন্ডিত সাহেব।
ঘুষ নিয়ে সব চাকরী দেন,
করেন সবই গায়েব।
হাজ্রে খাতা কব্জা করেন,
ঘুষের দাবীতে।
শিক্ষকদের এসব গল্প ,
বলবো কার সাথে।
ঘুষ বলি আর তহবিল বলি,
ঘুরিয়ে দেখাও নাক।
বিদ্যালয়ে অজ্ঞশিক্ষক ,
টাকা দিয়ে লাখ।
– এম এ মামুন
ঘুষ বাণিজ্য বিদ্যালয়ে,
করেন পন্ডিত সাহেব।
ঘুষ নিয়ে সব চাকরী দেন,
করেন সবই গায়েব।
হাজ্রে খাতা কব্জা করেন,
ঘুষের দাবীতে।
শিক্ষকদের এসব গল্প ,
বলবো কার সাথে।
ঘুষ বলি আর তহবিল বলি,
ঘুরিয়ে দেখাও নাক।
বিদ্যালয়ে অজ্ঞশিক্ষক ,
টাকা দিয়ে লাখ।
– এম এ মামুন