শুনলে দুঃখ হয়,
এটাই কি বিজয় !
মুক্তিযোদ্ধা ভাই,
ভিক্ষা করে খাই।
বীর সন্তান রাজ্জাক আলী,
হাতে কেন ভিক্ষার থলী?
ছুটেবে কেন অলি গলি?
এটা, জাতির মুখে চুনকালি।
হাইরে সোনার স্বদেশ,
আমার দাওনা উপদেশ।
মুক্তিসেনার ভিক্ষাবৃত্তি,
স্বাধীন দেশে..
এ কোন কৃত্তি ?
– এম এ মামুন