শুনলে দুঃখ হয়,
এটাই কি বিজয় !
মুক্তিযোদ্ধা ভাই,
ভিক্ষা করে খাই।
বীর সন্তান রাজ্জাক আলী,
হাতে কেন ভিক্ষার থলী?
ছুটেবে কেন অলি গলি?
এটা, জাতির মুখে চুনকালি।
হাইরে সোনার স্বদেশ,
আমার দাওনা উপদেশ।
মুক্তিসেনার ভিক্ষাবৃত্তি,
স্বাধীন দেশে..
এ কোন কৃত্তি ?
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।