-হুসাইন মালিক
নিজের দেশের স্বার্থ নিয়ে,
সবিই করে ভারত।
খরার সময় দেওনা পানি,
দেখাই নাতো দরদ?
ফারাক্কা নিয়ে কতই চুক্তি,
ভেস্তে গেছে সবি।
মরছো এখন জলের তোড়ে,
খুলছো কপাট সবি।
তোমার রাজ্যে মানুষ থাকে,
আমরা তবে কি?
পানি নিয়ে ভারত নীতির
শুধুই চালাকি।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।