খবর: (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহার রাজ্যের বন্যা ঠেকাতে ফারাক্কার বাদ খুলে দেবার প্রতিশ্র“তি দিয়েছে: বাদ খুলে দিলে বাংলাদেশ প্লাবিত হওয়ার আশংকা)

hossain

                              -হুসাইন মালিক

নিজের দেশের স্বার্থ নিয়ে,
সবিই করে ভারত।
খরার সময় দেওনা পানি,
দেখাই নাতো  দরদ?

ফারাক্কা নিয়ে কতই চুক্তি,
ভেস্তে গেছে সবি।
মরছো এখন জলের তোড়ে,  
খুলছো কপাট সবি।

তোমার রাজ্যে মানুষ থাকে,
আমরা তবে কি?
পানি নিয়ে ভারত নীতির
শুধুই চালাকি।