নামধারী সব সাংবাদিক,
ডান দিক আর বাম দিক।
করে জ্বালিয়াতি সবদিক,
এদের জানাও সবাই ধিক।
এদের দেখা পেলে,
আপনার কাছে গেলে।
খবর দেবেন পুলিশে,
জব্দ হবে পালিশে।
ভুঁয়াবাজি চতুরবাজি,
যতই করুক কারসাজি।
ওদের ধরে দেবেন ঘা,
মারবেন গুষ্ঠিসহ ছাঁ।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।