শাসন বারণ মানেনা যারা,
অকালে মরে যে তারা।
অন্যের জীবন হরণ করে,
অবশেষে খায় যে ধরা।
ভালোর জগৎ ভাল্লাগে না,
ধরে না সু-পথ।
পরের ঘরে ব্যাথা দেওয়ায়,
নিজেই কুপোকাত।
যারাই থাকিস রাকি গোড়া,
ভালো হয়ে যাও।
তা না হলে রাকিব কলে,
করবা হাওমাও।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।