খবর:( পাক ভারত উত্তেজনায় নতুন মোড় )

যুদ্ধ করে বুদ্ধুরা সব,
বাধায় শেয়ানায়।
যুদ্ধ বাধায় অস্ত্র বেচে,
এটাই করে খায়।

চতুররা সব মন্ত্র শেখায়,
মানচিত্র নিয়ে।
হামলা করো সবাই মিলে,
পড়শি রাষ্ট্রে গিয়ে।

অস্ত্র বানাও ঋণের টাকায়,
ধ্বংশ করো দেশ।
পরের কথায় নিজের ঘরে,
জ্বলবে আগুন বেশ।

– এম এ মামুন