ট্রলি উল্টায় লরি উল্টায়
উল্টায় বাসগাড়ি,
চড়বোনা গাড়ি চলবো হেটে
আজ থেকে তাই আড়ি।
বাড়ি থেকে বাইরে বেরিয়ে
নিম্তার নাই ভাইরে,
সোজা যেতে যেতে কে কখন যে
খাদা-খন্দরে যাইরে।
রোডে চলবো ঘাটে চলবো
চলবো ইচ্ছে খুশি,
সময়ের চেয়ে জীবনের মূল্য
জানি অনেক বেশী।
—– হাফিজুর রহমান কাজল