
– এম এ মামুন
রাত বিরাতে বন্ধুর ডাকে যাবি না,
নিজের সম্পদ বন্ধুর হাতে দিবি না।
বন্ধুর কথায় বিশ্বাস করার ফল,
ঝরতে পারে দুঃখ কষ্টের জল।
আগের বন্ধু সুজন নেইতো,
বন্ধু সেজে প্রাণে মারে সেইতো।
বন্ধু মানে প্রাণের স্বজন,
সেই দেখছি করছে হরণ।
পাওনা টাকার জন্য নাকি,
নিয়েছিল মোবাইলে ডাকি,
বন্ধু সেজে করলো একি,
বন্ধু মেরে রাখলো ঢাকি।