দেশে কিসের আলামত,
হচ্ছে মানুষ নিখোঁজ।
অনেক খোঁজাখুঁজির পরে,
মিলছে লাশের খোঁজ।
করছে কারা জঙ্গী ট্রেনিং,
দিচ্ছে কারা মন্ত্র।
দিচ্ছে কারা তাদের হাতে,
বারুদ বোমার যন্ত্র।
কার ঈশারায় হচ্ছে নিখোঁজ,
বাড়ছে দেশে আতঙ্ক।
খেলছে কারা নোংরা খেলা,
এটা কোন খেলার অংক।
– এম এ মামুন