বাবু মশাই টাকার লোভে
অদক্ষ সব ডাক্তার দিয়ে,
তাড়াহুড়ার ভূল অপারেশনে
মারছেন রোগী মাসে মাসে,
বার বার ডাক্তারের ভূলে
যাচ্ছে নিরীহ রোগীর প্রাণ
তোর মত ডাক্তারের জন্য
যাচ্ছে সব ডাক্তারের মান
ভন্ড ডাক্তারের ভন্ডামী
এবার পড়েছে ধরা
পুলিশ মশাই খুজে পেলে
ডাক্তার-মালিক হবি আধমরা।
-হুসাইন মালিক