বাবু মশাই টাকার লোভে
অদক্ষ সব ডাক্তার দিয়ে,
তাড়াহুড়ার ভূল অপারেশনে
মারছেন রোগী মাসে মাসে,
বার বার ডাক্তারের ভূলে
যাচ্ছে নিরীহ রোগীর প্রাণ
তোর মত ডাক্তারের জন্য
যাচ্ছে সব ডাক্তারের মান
ভন্ড ডাক্তারের ভন্ডামী
এবার পড়েছে ধরা
পুলিশ মশাই খুজে পেলে
ডাক্তার-মালিক হবি আধমরা।
-হুসাইন মালিক
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।