দফায় দফায় হয়রে মিটিং
দাদাই দেয় যে কিশের ফিটিং
সবই যে হয় ইটিং চিটিং
মিছেই হয়রে মিটিং ফিটিং।
মাতব্বররা নাড়ছে ঘাড়
যেমন নড়ে এদো ষাঢ়
বিনা দোষে মটকাই ঘাড়
কর্তরা সব বুদ্দির ভাড়।
সীমান্তে সব মরণ ফাঁদ
উড়িয়ে দিচ্ছে খুলির ছাদ
বিএসএফের মরন চাঁদ
আজকে থেকে মৈত্রী বাদ।
– এম এ মামুন