খবর : (জেএমবির নামে চিঠি পাঠিয়ে ফেঁসে গেলেন বাস্তহারা লীগ সভাপতি)

জঙ্গী যখন লীগের নেতা,
জঙ্গী কারে বলি।
বাস্তহারা ঘরেই আছে ,
জঙ্গীবাজের থলি।

জঙ্গীর নামে পাঠায় চিঠি,
বাস্তহারা লীগে।
বাস্তহারার বস্তা বুঝি,
নিয়ে গেল বগে।

এইতো স্বরুপ লীগের নেতার,
নিজেরাই তো জঙ্গী।
নানান রুপে বাহার মারে,
দেখায় নানান ভঙ্গী।
– এম এ মামুন