জঙ্গী যখন লীগের নেতা,
জঙ্গী কারে বলি।
বাস্তহারা ঘরেই আছে ,
জঙ্গীবাজের থলি।
জঙ্গীর নামে পাঠায় চিঠি,
বাস্তহারা লীগে।
বাস্তহারার বস্তা বুঝি,
নিয়ে গেল বগে।
এইতো স্বরুপ লীগের নেতার,
নিজেরাই তো জঙ্গী।
নানান রুপে বাহার মারে,
দেখায় নানান ভঙ্গী।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।