খবর: ( জীবননগরে মলমপার্টির খপ্পরে মুন্সীগঞ্জের গুরু ব্যবসায়ী সর্বশান্ত )

ভুয়া পার্টি জুয়া পার্টি,
আশে পাশে মলম পার্টি,
আসল নকল দোয়ার পার্টি,
দান সদকা জিনের পার্টি।

পার্টির নামের চাঁদার পার্টি,
দখল সকল নাটের পার্টি,
হজম পার্টি গজব পার্টি,
নেশার আসর সরব পার্টি।

নতুন দলের ছলের পার্টি,
চিটার দালাল তেলের পার্টি,
মাদক সোনার হুন্ডি পার্টি,
ঝোঁপ বুঝে কোপ মারার পার্টি।