এতিমের টাকা মারছো কাকা,
নেইকি পাপের ভয় ?
এতিমখানায় এতিম নিয়ে,
ব্যবসা এটা নয়।
চলাফেরা আল্লার পথে,
কর্মই যদি ভুল।
আখেরাতের হিসাব দিতে,
ছিড়বা মথার চুল।
এতিমের ধন আর নিও না।
দাও ফিরিয়ে তাদের।
ভালো পথের যাত্রী হও,
সঙ্গ ছাড়ো বদের।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।