খবর:( জীবননগরে এতিমখানার টাকা আত্মসাতের অভিযোগ মাও. মহিউদ্দিনের বিরুদ্ধে: এলাকায় নানা গুঞ্জন )

এতিমের টাকা মারছো কাকা,
নেইকি পাপের ভয় ?
এতিমখানায় এতিম নিয়ে,
ব্যবসা এটা নয়।

চলাফেরা আল্লার পথে,
কর্মই যদি ভুল।
আখেরাতের হিসাব দিতে,
ছিড়বা মথার চুল।

এতিমের ধন আর নিও না।
দাও ফিরিয়ে তাদের।
ভালো পথের যাত্রী হও,
সঙ্গ ছাড়ো বদের।

– এম এ মামুন