যৌতুকলোভী স্বামী শ্বাশুড়ী,
মেয়ে দিওনা এমন বাড়ী।
জ্বলবে জীবনভর,
কেউ করোনা ঘর।
যৌতুকলোভী রফিকুল,
বউ-এর কাটে মাথার চুল।
আনো ডেকে বিচার কোর্টে,
জীবনভর জেল খাটে।
ইচ্ছে হলেই মারবে ধরবে,
সবাই মিলে নির্যাতন করবে।
তাও কি মানা যায় ?
এই পিশাচের শাস্তি
সবাই চায়।
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।