খবর : (চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ এলাকা নেশাখোরদের পদভারে মূখরিত: গোপনীয় গলিতে জুতোর আঠাই নেশাখোরদের জুতসই নেশা!)

গোপন গলি, আঠার থলি,
চলছে নেশা হরদম।
বাড়ীর ছাদে, গলির খাদে,
মাদকসেবী নিচ্ছে শুধুই দম।

হিরোইন মদ, ফেনসি ইয়াবা,
গাজাঁর সাথে ভং
দিনে দিনে, দেখব কত?
নেশার নামে ঢং।

মরণ নেশাই, মরবি বাপু
আঠার নেশা ছাড়।
নইলে বাপু, মারবে সবাই,
লাথি, ঘুষি, চড়।

-হুসাইন মালিক