কি বলবো ভাই দুখের কথা,
বলতে গেলে ঘোরে মাথা।
বললে গায়ে লাগে ঝাল,
ঘরের মধ্যেই গোলমাল।
থানা থেকে নয়তো বেশী দুরে,
সেই দোকানে কোরছে চুরি চোরে।
পাশেই ছিল শক্ত পাহারা,
তারাও কি ভাই ছিল দিশেহারা?
এই শহরে হচ্ছে প্রায় চুরি,
ভয়তে আছি কেমনে যাব দুরি।
চোরের সাহস দেখবো কত ভাই?
নাকি চোর পুলিশের লুকোচুরি হয়?
– এম এ মামুন
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।