উপর আলার চোখকে
কেমনে দিবি ফাঁকি?
বুকের মানিক স্টেশনে
উঠলো যে হায় ডাকি।
সবাই তরস্থ শিশুটি নিয়ে,
কে করলো এমন কাজ।
এই দুনিয়াতে দেও সাজা,
হয় যেন তার লাজ।
কি অপরাধ নবজাতকের,
হবে কেন অপরের করুনা।
মানুষের চোখে ফাঁকি দিলে,
স্রষ্টার চোখে পারবে না।
– এম এ মামুন