খাইয়ে-পরিয়ে মানুষ করে
করেছি মহাপাপ!
সন্তানতূল্য কাজের মেয়ে
দেখছি কালসাপ।
অভিনয় করে জমি পাবো
নিবো অনেক টাকা!
মানবতা সংস্থার কারচুপিতে
দিনশেষে সব ফাকা!
দু’মাসের অন্তঃসত্ত্বার ভুল রিপোর্টে
পুলিশও সন্দিহান!
ডাক্তার আপুর সতর্ক বিশ্লেষণে
বাঁচলো মন্টুর মান!
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।