খবর: ( চুয়াডাঙ্গায় পাঠ্যবইয়ের ভারে ক্লান্ত শিশুরা! রমরমা কমিশন বাণিজ্য )

শিক্ষা-দীক্ষা হচ্ছে কই আর,
শিশুর হাতে বইয়ের বাহার।
বাবা মায়ের আদর শাসন,
শিক্ষকের নেই কিছুই বারণ।

স্কুলে নাই ছড়ির ব্যবহার,
তাই স্যারের সাথে দূর্ব্যবহার।
ছবি তুলে ফেসবুকে দেয়,
শিক্ষকের আর চাকরী নাই।

শিক্ষা কমিশন ভাববেন কি,
নাকে কানে ঢালছেন ঘি?
শিক্ষার নামে চলছে কি,
বলছে সবাই হচ্ছে একি !

– এম এ মামুন